শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া চারমাথা থানা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চারমাথা শাখার সভাপতি মো. নুর আলম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতে আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
এসময় আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সভাপতি আজগর আলী, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারমাথা শাখার উপদেষ্টা মাওলানা মো. আব্দুল বাসেদ, বগুড়া জেলা পরিবহন শাখার সভাপতি এজাজ আহম্মেদ আসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই