গত দুই দিন ধরে ফেনী ও ভারতের ত্রিপুরা অংশে টানা বর্ষণের ফলে ভারতের উজান থেকে আবার মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীতে পানি বাড়ছে। এই তিনটি নদীর অর্ধশতাধিক স্থান এই মুহূর্তে ভাঙ্গা থাকায় পরশুরামে পানি প্রবেশ করছে। শুক্রবার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের চারিগ্রাম দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে বলে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে মুহুরী নদীর পানি এখন বিপৎসীমার ৮.৮০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের বিভিন্ন স্থানে ভাঙ্গা থাকায় কিছু কিছু স্থান দিয়ে পানি নিম্নাঞ্চলে প্রবেশ করছে।
বিডি প্রতিদিন/এএ