বরিশালের বানারীপাড়ায় বাসের চাপায় মোটরসাইকেল অরোহী কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় তার সঙ্গী আহত হয়েছে। শুক্রবার দুপুরে বানারীপাড়ার বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাস ভাঙচুর করেছে। নিহত সৌরভ গাইন (২০) বানারীপাাড়া পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি গাইনের ছেলে। সে বানারীপাড়া ডিগ্রি কলেজে বিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ও টিঅ্যান্ডটি মোড়ে একটি গ্যারেজে কাজ করতো। আহত সজল (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বানারীপাড়া থানার এসআই লেলিন কান্তি হালদার জানান, দুপুর দুইটার দিকে সৌরভ ও সজল উপজেলার গুয়াচিত্রা বাজার থেকে বানারীপাড়া পৌরসভার উদ্দেশ্যে রওনা দেয়। বরিশাল-বানারীপাড়া মহাসড়কে পৌঁছলে ঢাকা থেকে স্বরুপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা দক্ষিণ বাংলা পরিবহনের বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে সৌরভ ও সজল আহত হয়েছে। দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।
এসআই লেলিন আরো জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়ে।
বিডি প্রতিদিন/এএ