বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গোপালপুর সুতী বিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ অনেকে।
বিডি প্রতিদিন/এএ