১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৫৬

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল রিভলবার-গুলি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল রিভলবার-গুলি

সিরাজগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোমবার বিকেলে শহরের মালসাপাড়া কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় যৌথ বাহিনী এ অস্ত্র ও গুলি উদ্ধার করেন।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান, শহরের মালসাপাড়া করবস্থানে অস্ত্র ও গুলি রয়েছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিীনর অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় শপিংমলের ভিতর থেকে একটি পয়েন্ট টুটু ক্যালিভার রিভলার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন, ম্যাজিষ্ট্রেট মারুফ আফজাল, সদর থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম-২, এসআই শরিফুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর