শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৪৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কু‌মিল্লার চৌদ্দগ্রা‌মে লরির ধাক্কায় সিএনজি চালিত অ‌টো‌রিকশার দুজন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরও ৪ যাত্রী। নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাৎ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় একটি অটোরিকশার চালক এবং এক পুরুষ যাত্রী মারা যায়। আহত এবং নিহত সকলকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। 

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাৎ বলেন, ২ জন নিহত হয়েছে বলে জেনেছি। তবে আমরা নিহত-আহত কাউকে ঘটনাস্থলে পাইনি। তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। লরিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কাউকে গ্রেফতার করা যায়নি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর