পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
এতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে গলাচিপা সরকারি কলেজ চ্যাম্পিয়ন ও লামনা সালেহিয়া ফাজিল মাদরাসা রানার্স আপ এবং মাধ্যমিক পর্যায়ে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে।
বুধবার দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গলাচিপা স্কিল ল্যাবের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষর্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই