সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত বাসের ধাক্কায় মুনজুরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর মায়ের আঁচল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনজুরুল ইসলাম দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মতিউর রহমান জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকার মায়ের আঁচল হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় নগরবাড়ী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত বাস চাপা দেয় শিক্ষক মনজুরুলকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ