ফেনী জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান তার কার্যালয়ের সামনে একটি অভিযোগ বক্স স্থাপন করেছেন। জেলা পুলিশ তাদের মিডিয়া সেলে গণমাধ্যম কর্মীদের এমন তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপারের কর্যালয় সূত্রে জানানো হয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং, ছিনতাই, ইভটিজিংসহ যে কোন অভিযোগ এই বক্সে দেয়া যাবে। যে সকল ব্যক্তি অভিযোগ করবেন তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে ফেনীবাসীকে নিরাপদে রাখতে পুলিশ সুপারের পক্ষ থেকে ফেনীবাসীকে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল