বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ তিনজন গ্রেফতার হয়েছেন।
আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
এরআগে বুধবার দিবাগত গভীর রাতে ঘোড়াঘাট পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল (৬৫), পৌর যুবলীগের সদস্য আবু সাঈদ (৫৫) ও পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত কাওছার হৃদয় (২৭)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগস্ট ঘোড়াঘাট পৌরশহরের বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার অভিযোগ আছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ২৪ আগস্ট ৪০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০জনকে আসামি করে একটি মামলা করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ