ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় কোহিনুর আক্তার (৪০) নামক এক নারী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কোহিনুর মাথায় প্রচন্ড আঘাত পান এবং তার শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মালেক শেখের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা থেকে ভাঙ্গা উপজেলার তাড়াইল নামক স্থানে নেমে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ জানান,রাস্তা পারাপারের সময় পথচারী কোহিনূর আক্তারকে অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোহিনূরের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম