‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে।
শনিবার দিনাজপুর জেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।
র্যালির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। র্যালিটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে বালুবাড়ীস্থ প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।সভায় বক্তারা বলেন, ডিম একটি পুষ্টিকর খাদ্য। আপনার সন্তানদের ফাস্টফুড বা জাঙ্কফুড না খাইয়ে প্রতিদিন অন্তত ১টি করে ডিম খেতে দিন। এতে যেমন মেধার বিকাশ ঘটবে তেমনি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে।
বিশ্ব ডিম দিবসে জেলাপ্রাণি সম্পদ কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন স্কুলে গিয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো হয়। এছাড়া সাধারণ মানুষের মাঝে ডিম খাওয়ানোর বিষয়টি সচেতনতার লক্ষে রঙিন গেঞ্জি বিতরণ করা হয়।
আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচক হিসেবে আলোচনা করেন কৃত্রিম প্রজনন এর উপ-পরিচালক ড. মাহফুজা খাতুন ও জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ও অনুষ্ঠানের সঞ্চালনা করে ইউএলও ডা. মো. গোলাম কিবরিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও মুরগি খামারীবৃন্দ, মুরগীর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, ডিম বিক্রেতা, বিভিন্ন ওষুধ কোম্পানীর সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল