গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ফাঁসির আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতের নাম এ. শমসের (৩০)। তিনি ঢাকার পল্লবী ওয়াপদা বিল্ডিং এলাকার নওসা কসাইয়ের ছেলে। সোমবার র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকা থেকে এ. শমসেরকে গ্রেফতার করা হয়। তাকে জিএমপির কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পল্লবী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত আনিস (২২) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন এ. শমসের।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গত ৬ আগস্ট আসামি শমসেরসহ অন্যান্য বন্দিরা কারাগারের বৈদ্যুতিক পিলার ভেঙে তা দিয়ে মই তৈরি করেন। পরে ওই মই বেয়ে বাউন্ডারির ওপর দিয়ে শমসেরসহ ২০৯ বন্দি পালিয়ে যান। এ ঘটনার পর কারাগারের জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে মামলা করেন।
বিডি-প্রতিদিন/শআ