দীর্ঘ ১৫ বছর পর জয়পুরহাট সদর উপজেলা ও শহর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে সদর উপজেলার ৯টি ইউনিয়ন কমিটির ৭১ সদস্য এবং পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সদস্যরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নির্বাচনে আগামী তিন বছরের জন্য সদর উপজেলা বিএনপি এবং শহর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট হয়।
জয়পুরহাট সদর উপজেলা বিএনপির নির্বাচন কমিটির প্রধান কমিশনার এ এইচ এম ওবায়দুর রহমান সুইট জানান, সদর উপজেলা ও শহর বিএনপির ১২৭৮ জন ভোটার ছিলেন। দীর্ঘ ১৫ বছর পর সদর উপজেলা ও শহর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মী-সমর্থকরা দারুণ উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচিত করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল