সরকারি খাসপুকুর দখল নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া কোঁচ পুকুরে সংঘর্ষের এঘটনায় মামলা করা হলে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ বিষয়টি জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলা পেচুলিয়া পলাশতলী গ্রামের আফসার আলীর ছেলে গোলাম রব্বানী (৫০), গোলাম মাওলা (৪৮) জিতারপুর গ্রামের আব্বাস আলী মোতাহার হোসেন (৫৩) পেচুলিয়া পলাশতলী গ্রামের গোলাম রব্বানী ছেলে জামিউল (১৭)।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সাংবাদিকদের জানান, মৎস্য সমিতির নামে লিজ নিয়ে দীর্ঘদিন দুই একর আয়তনের কোঁচপুকুরে মাছ চাষ করছেন পেঁচুলিয়া গ্রামের রাজেন বর্মণ ও তার লোকজন। জিতারপুর গ্রামের মাওলা, রব্বানী ও ছালামের নেতৃত্বে ১৫-২০ জন পুকুরটি তাদের দাবি করে মাছ ছাড়ে এবং পাড়ের বাঁশ কাটতে থাকেন। রাজেন বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হয়েছেন। এঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের হলে ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ