নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্রেতারা যখন হিমশিম খাচ্ছেন ঠিক তখনই এগিয়ে এসেছে ফরিদপুরের একদল তরুণ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে আজ শনিবার থেকে চালু করা হলো জনতার বাজার। শহরের কাঠপট্টি সংলগ্ন স্প্রিং হিল হাসপাতালের পাশে জনতার বাজারের উদ্বোধন করা হয়। সপ্তাহের শনি ও বুধবার বসবে জনতার বাজার।
জনতার বাজারের মূল উদ্যোক্তা মোস্তফা আমির ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে ফরিদপুরের ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। ফলে সব শ্রেণী পেশার মানুষ জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খেতে হতো। ফরিদপুরবাসীর দাবির প্রেক্ষিতে শুরু করা হলো জনতার বাজারের। বাজার থেকে ক্রেতারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন স্বল্প দামে। তিনি বলেন, জনতার বাজার উদ্বোধনের পর ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে যাবে। জনতার বাজারকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। জনতার বাজার উদ্বোধনের পর সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিডি প্রতিদিন/এএ