কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবির সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার বিকালে র্যাব-১ ঢাকা এর সহযোগিতায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার দুজন হলেন সাবেক মন্ত্রীর পিএস সাখাওয়াত হোসেন মোল্লা (৫২) ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান (৫২)।
র্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুর ২টা ও বিকাল ৪টার দিকে ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় মামুন মিয়া, রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় গত ২৭ আগস্ট দুটি ও ৭ সেপ্টেম্বর একটিসহ পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে র্যাবের দলটি শনিবার বিকালে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, মামলার অন্য আসামিদেরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ