পটুয়াখালীর গলাচিপায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি ফার্নিচারের দোকান। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম রতনদী গ্রামে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক বিকাশ চন্দ্র মাল (৩৫) ওই গ্রামের যাদব চন্দ্র মালের ছেলে। গভীর রাতে কে বা কারা দোকানে আগুন লাগিয়েছে তা জানেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী বিকাশ। অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী বিকাশ চন্দ্র মাল জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বিকাশ চন্দ্র মালের ফার্নিচারের দোকানে কে বা কারা আগুন লাগায়। দোকানের পিছনে বাড়ির ভিতরে মা, স্ত্রী ও সন্তান নিয়ে অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন বিকাশ। গভীর রাতে আগুনের শব্দে ঘুম ভাঙলে দোকানের উপরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। পরে স্থানীয়রা এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে দোকানের সব ফার্নিচার ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ