হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন চেয়ারম্যানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার সকালে সোনাগাজী হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও চরচান্দিয়ার সওদাগরহাট মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ মিস্টার,
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাঁসহ অন্যান্যরা।
এদিকে, সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের মৃত্যুতে জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী ও জেলা ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক প্রকাশ করেছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। অবস্থার আরও অবনতি হলে ডাক্তারের পরামর্শে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তার অবস্থা আরও খারাপ হয়ে গেলে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ব্রেনস্ট্রোকে গিয়াস উদ্দিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার ছেলে তারেক উদ্দিন। বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিডি প্রতিনিধি/ইই