কক্সবাজারের রামুতে পিকআপ (ডাম্পার) চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ কাইয়ুম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে রামু থানা পুলিশ।
রবিবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু কাইয়ুম রাস্তা পারাপারের সময় বেপরোয়া ইট বোঝাই পিকআপ (ডাম্পার) গাড়িটির চাকায় মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, গাড়িটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা