কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ী ফরম পূরণের জন্য ১৯০৫ টাকা নেয়ার নিয়ম থাকলেও বিধি বহির্ভূতভাবে ৩ হাজার ৫ শত টাকা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ফরম পূরণ বর্জন করেছে। রবিবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হামিদা খাতুন মাধ্যমিক এসএসসি ভোকেশনাল স্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করে ফরম পূরণ বর্জন করে।
শিক্ষার্থীরা জানায়, ৯ম শ্রেণির বিভিন্ন ট্রেডের এসএসসি (ভোক) ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারণ করে দিয়েছে ১৯০৫ টাকা। কিন্তু প্রধান শিক্ষক সাহানা আকতার সেই নির্দেশনা অমান্য করে তার ইচ্ছামতো ৩ হাজার ৫শ টাকা করে নিচ্ছেন। এর প্রতিবাদ জানালে প্রধান শিক্ষক ৩ হাজার ৫শ টাকার পরিবর্তে ৩ হাজার ২শ টাকা করে নির্ধারণ করে দেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের এমন অবৈধ আচরণ ও দুর্নীতির প্রতিবাদে দুপুরে স্কুল এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।
শিক্ষার্থীরা আরও বলে, প্রধান শিক্ষক সাহানা আকতার ও তার স্বামী সামিউল ইসলাম মতিয়ার প্রতিষ্ঠানটির সভাপতি। দু’জন মিলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাদের কারণে বিদ্যালয়ের ৩১ জন শিক্ষক কর্মচারীর গত তিনমাস যাবত বেতন ভাতা বন্ধ রয়েছে। বিক্ষোভ শেষে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেয় সাব্বির হোসেন, আব্দুল কাইয়ুম, কল্পনা আকতার প্রমুখ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক সাহানা আকতারের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/এএম