বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপির ৩০ হাজার নেতাকর্মী আটক করে গোটা দেশকেই কারাগারে পরিণত এবং আমি-ডামি মার্কা নির্বাচনের নামে চরম প্রহসন করে নিজের পতনের প্রেক্ষাপট নিজেই রচনা করেছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমরা কারাগার থেকে মুক্ত, তবে জনতার তাড়া খেয়ে শেখ হাসিনা ও তার দোসররা প্রভুর দেশে আশ্রিত। দেশে তাদের লোকদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে তার প্রথম কারাবন্দী দিবস উপলক্ষে গণমিছিল পূর্ব গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণজমায়েতের পর এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে তার কারাবন্দী দিবস উপলক্ষে ফ্যাসিস্ট হাসিনার বিচার ও দ্রুত নির্বাচনের দাবিতে বিশাল গণমিছিল হালুয়াঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হালুয়াঘাট নতুন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
গণমিছিল শেষে আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত গণজমায়েতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল।
এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, আব্দুল হাই, মিজানুর রহমান মিজান, কাজী ফরিদ আহমেদ পলাশ, মোনায়েম হোসেন খান খোকন, শফিকুর রহমান, রমজান আলী, পরান আলী কাঞ্চু, আব্দুস সাত্তার, সায়েদুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সহ-সভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমীন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
একইদিনে পাশের ধোবাউডা উপজেলায় অনুষ্ঠিত সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা তার বিদেশি প্রভুদের সহযোগিতায় ছাত্র গণবিপ্লবের বিজয় নস্যাতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। নন ইস্যুকে ইস্যু না করে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দ্রুত নির্বাচন প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার, নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।
উল্লেখ্য, হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলনকালীন গত বছর ২০২৩ সালের ৩ নভেম্বর এমরান সালেহ প্রিন্সকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই