সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদ মির্জা মোস্তফাজামান, আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
সভায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, ৭ নভেম্বর ইতিহাসে তাৎপর্যপূর্ণ। বাকশাল দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেই বাকশাল চালু থাকলে আজও দেশে এত গণমাধ্যম থাকতো না। ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আর বিভক্ত হয়ে গেলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিডি প্রতিদিন/এমআই