চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়া নদী ভাঙনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার সকাল ১১টায় নদীর পাড়ে ভাঙনের শিকার শত শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
এলাকাবাসী জানান, দীর্ঘ ১০ বছর ধরে ডাকাতিয়া নদীর ভাঙনে বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলার ৪নং ওয়ার্ডের জমাদার বাড়ি, খান বাড়ি ও গাজী বাড়ির প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি, বাগান, জমি, কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাছাড়া মসজিদ, মাদরাসা, কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয়সহ ৪ শতাধিক ঘরবাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে।
ইতোমধ্যে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নিকট একাধিকবার স্মারকলিপি প্রদান করা হলেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেননি। ভুক্তভোগীরা ডাকাতিয়া নদী ভাঙনের হাত থেকে মুক্তি পেতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ৪নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন খান, গাছতলা দরবার শরীফের খতিব মো: খাজা জোবায়ের, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যাপক মো: আব্দুল মালেক, আল আমিন সায়েমসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল