পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সময় ৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে ৫০টি কোরআন শরীফ, ১৫০ জন সাধারণ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও ৩৫ জন শিক্ষার্থীর মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সহযোগিতায় প্রগতিশীল তরুণ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ধানখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল অন্তর, স্থানীয় পল্লী চিকিৎসক মোশাররফ হোসেন মামুন, ধানখালী ইউনিয়ন শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল জিসান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখা আহ্বায়ক বনি আমিন, যুব অধিকার পরিষদ উপজেলা শাখা সদস্য সচিব আসাদুজ্জামান সজিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার আদায়ে গত ৫ সেপ্টেম্বর মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে স্থানীয় যুব সমাজ। তাদের এ আন্দোলনের ফলশ্রুতিতে জীবনমান উন্নয়নে এসব সামগ্রী প্রদান করে বিদ্যুৎ বিভাগের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মোট ২৫০ জনের মাঝে জীবনমান উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল