পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখা। রবিবার দুপুরে শহরের ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন। পরে মিছিলটি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, মুনতাসির মেহেদী, সালমান জোয়ার্দ্দার, ইমরান হাসান, আনজারুল ইসলাম, আশিক আহমেদ, আরাফাত রহমান, সেজনা ও সাকিব প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই