বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ফেনীর মহিপালে আন্দোলনরত ১২ শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত ও সন্দিগ্ধ ১৫ আসামিকে আটক করে জেলা পুলিশের বিভিন্ন টিম। রবিবার বিকালে ফেনী মডেল থানা থেকে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশের তথ্য মতে, আটককৃত আসামিরা হলেন শহরের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল সাত্তারের সন্তান ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৫), ফাজিলপুর ইউনিয়নের মৃত রুহুল আমিনের সন্তান দেলোয়ার হোসেন বিপ্লব পাটোয়ারী (৪৫), মোটবী ইউনিয়ের আলী আকবরের সন্তান আঃ করিম (৫২), পাঁচগাছিয়া ইউনিয়নের মৃত মোখলেছুর রহমানের সন্তান খায়েজ আহাম্মদ (৪৫), ফেনী পৌরসভা ১৩ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের সন্তান জোবায়ের হোসেন মাহিম (২৫), ফাজিলপুর ইউনিয়নের মৃত জান মিয়ার সন্তান আবুল খায়ের (৬৭), লেমুয়া ইউপির মৃত সফিউল্লার সন্তান আইয়ুব আহাম্মেদ আনসারী (৫২), ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ডের মৃত আঃ ছাত্তারের সন্তান হাজী আব্দুল করিম (৬৫), ফরহাদনগর ইউনিয়নের মৃত খুরশিদ আলমের সন্তান মোঃ আবুল কালাম (৫০), পাঁচগাছিয়া ইউনিয়নের মৃত কাজী আমান উল্লার সন্তান কাজী শরীয়ত উল্যাহ জুয়েল (৩৫),পরশুরাম চিথলিয়া ইউপি'র শামছুল হক প্রঃ হোনা মিয়ার সন্তান মোঃ আব্দুল মোতালেব প্রঃ সাকিব (২০), পরশুরাম পৌরসভার ১নং ওয়ার্ডের নুর নবী পাটোয়ারীর সন্তান মাহাদী হাসান (২০), পরশুরামের বাসিন্দা মাক্কু মিয়ার সন্তান আবুল কালাম প্রঃ কালা মিয়া (৪৮), ফাজিলপুর ইউনিয়নের আব্দুর রউফের সন্তান জসিম উদ্দিন (৩৯), ধলিয়া ইউনিয়নের মৃৃত আঃ রশিদ মেম্বারের সন্তান মোঃ ইদ্রিস মুন্সি (৩৫)।
আসামিদের আদালতে প্রেরণের বিষয় নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন, উক্ত আসামিরা ছাত্র হত্যার এজাহারনামীয় ও অনেকেই সন্দিগ্ধ হওয়ায় তাদের জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়।পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ