নিজ জেলায় সংবর্ধনা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়।
এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন সহ বিভিন্ন ক্রীড়া ভিত্তিক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা দেয়ার আগে নারী ফুটবলারদের সাথে মতবিনিময় করা হয়। এসময় ফটবলার রা তাদের বিভিন্ন চাহিদা কথা তুলে ধরেন। সেই সাথে অন্যান্য বক্তারা নারী ফুটবলারদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের বক্তব্য দেন।
উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী,সাগরিকা ও কোহাতি কিসকু।
বিডি প্রতিদিন/জামশেদ