পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমোদন না থাকায় মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকাল ৪টার দিকে টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর ও মধ্যে ভাটেরচর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরীফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় কেবিএম ইট ভাটার মালিক মনিরুজ্জামানকে (৬০) এক লাখ এবং এনএনএম ইটভাটার মালিক নাঈম রাব্বি খানকে (৩২) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল