জামালপুরে দু'টি নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে আওয়ামী লীগের এই সাবেক সংসদকে জামালপুর সদর আমলী আদালতে নেয়া হলে এই আদেশ দেন আদালতের বিচারক রুমানা আক্তার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতার একটি মিছিল জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ও গুলি করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর গত ১ নভেম্বর মামলা দায়ের করেন। এছাড়া ২০২২ সালের এক ঘটনায় গত ১৮ নভেম্বর জামালপুর সদর থানায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ১৬ জনের নামে ও অজ্ঞাত আরও দুই শতাধিক নেতাকর্মীকে আসামি মামলা হয়েছে। এই মামলা দুটিতে আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। পরবর্তীতে ধার্য্য তারিখে তার জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর আবুল কালাম আজাদকে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন, আজ বুধবার বিকেলে দু’টি নাশকতা মামলায় তাকে জামালপুর আদালতে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শআ