নোয়াখালীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে নোয়াখালী জেলা জাতীয় নাগরিক কমিটির পদযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে মাইজদী প্রধান সড়কের হোয়াইট হল পার্টি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য নিজামুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহাদাত হোসেন সাকিব, প্রকৌশলী ইকবাল হোসেন এবং যুদ্ধাহত জান্নাতুল নাইমা।
নোয়াখালী জেলা কমিটির অন্যতম সমন্বয়ক ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী রাইজিং বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম শাহীন ভাই, গিয়াসউদ্দিন ওমর ফারুক ভাই, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, শিল্পী নিজাম উদ্দিন মুরাদ, অনুষ্ঠান সঞ্চালক কাজী মাইনুদ্দিন তানভীর, সমন্বয়ক আব্দুল কাইয়ুম হৃদয় ও ফখরুল ইসলাম নিরব। ২৪ এর চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদ মুক্ত। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য আহ্বান জানান প্রধান অতিথি নিজামুদ্দিন।
বিডি প্রতিদিন/হিমেল