বগুড়ার শেরপুরে দারুল আমীন আইডিয়াল মাদ্রাসায় শিক্ষার্থী-অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের হাসপাতাল রোডস্থ মাদ্রাসার একাডেমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার আল হেরা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, ফুলতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাছেদ ও শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আমিনুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি জাফর আহম্মেদ মজুমদার মাদ্রাসা শিক্ষাকে আধুনিক যুগোপযোগী ও সৃজনশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/এএম