জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শরীয়তপুর সদরের একটা রেস্তোরাঁয় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাওসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান এ সঞ্চলনায় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি, রাশেদুজ্জামান খান মেনন, সেক্রেটারি জাকির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার। ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি জীবন আহমেদ নানটু এবং সেক্রেটারি রাজামাল, খেলাফত মজলিসের সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজ্জাদ হোসেন সোভন, বাবু, আদর শিবিরের অফিস সম্পাদক মেহেদী নিরব, এইচআরডি সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৭ বছর আমরা কোন মিছিল, মিটিং করতে পারিনি এবং ঐকবদ্ধ হয়ে কাজ করতে পারিনি। এখন আমাদের সময় এসেছে আমরা সবাই একসাথে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো।
শিবিরের জেলা সেক্রেটারি কামরুজ্জামান বলেন, নিজেদের ভিতরে ঐক্য তৈরির জন্য সংঘবদ্ধ ভাবে থাকা, মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। সকল ছাত্র প্রতিনিধি মিলে পতিত হাসিনার কর্মীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
শিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাউসার বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে একতাবদ্ধ ছিলাম, আগামী দিনে দেশ গড়ার জন্যও আমরা এভাবেই একতাবদ্ধ থাকবো। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ।
বিডি প্রতিদিন/এএ