বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি একাদশ ও সাধারণ সম্পাদক একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে।
শনিবার সকাল ৯টায় শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে খেলার শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সভাপতি একাদশ। ২০ ওভারে ১২৩ রানের টার্গেট দেয় সভাপতি একাদশ।
জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রান করে সাধারণ সম্পাদক একাদশ। ১০ রানে বিজয়ী হয় সভাপতি একাদশ। প্রীতি ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ বগুড়ার স্টাফ রিপোর্টার টিএম মামুন।
এর আগে, সকাল সাড়ে ৯টায় প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন উদ্বোধক বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবর রহমান হারেজ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু।
বিকেল ৩টায় ম্যাচ শেষে চ্যাম্পিয়ন সভাপতি একাদশ এবং রানার্স আপ সাধারণ সম্পাদক একাদশের হাতে ট্রাফি তুলে দেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। এসময় স্কাইভিউ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, বুশরা সেনেটারি স্টোরের স্বত্বাধিকারী আসাদুল হক কাজল ও এপোলো পাওয়ার লিংকের পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব সাঈদী। এ ছাড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যাচ পরিচালনা করেন বগুড়া আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল এবং সিরাজুল ইসলাম সাজু। স্কোরারের দায়িত্বে ছিলেন মি. কানু। প্রীতি ক্রিকেট ম্যাচের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সিনিয়র সাংবাদিক মোস্তফা মোঘল।
বিডি প্রতিদিন/এমআই