মুন্সীগঞ্জের সিরাজদিখানে চুরি-ডাকাতির রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করে যাচ্ছে স্বেচ্ছাসেবক দল। তারা স্বেচ্ছায় পাহারা প্রদান করে যাচ্ছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই পাহারা প্রদান করেন তারা। কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রিপনের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সেন্টু, শুভ আহম্মেদ, ছাত্রদল নেতা আছিফ, সাকিবসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রিপন বলেন, ইমামগঞ্জ বাজার হতে রশুনিয়া ব্রিজ পর্যন্ত ডাকাতির প্রবণতা দেখা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে মানব সেবা প্রথম। সে লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক এম হায়দার আলীর নির্দেশে মানুষ যাতে নির্বিঘ্নে রাতে চলাচল করতে পারে, ডাকাত দল যেন কারও কোনো ক্ষতি করতে না পারে; সে লক্ষ্যে পাহারা দিয়ে যাচ্ছি। মানুষের কল্যাণে আমাদের এই পাহারা অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল