গোপালগঞ্জে ট্রাকচাপায় মেসবাহ তালুকদার (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রবিবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেসবাহ তালুকদার পদ্ধবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান জানান, বৌলতলী বাসস্ট্যান্ডে মেসবাহ সড়ক পার হচ্ছিল। এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি মাছবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
বিডি প্রতিদিন/কেএ