বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানকে অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।
রবিবার সকালে উপজেলার সামনে পৌর জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা তোফাজ্জল হোসেন, সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, সহ-সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আনোয়ার হোসেন বিপ্লবসহ অনেকে।
একই দাবিতে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোমিনুর ইসলাম, মুশফিকুর রহমান ও বিপ্লব মিয়া।
পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, ইউএনও শাহরিয়ার রহমান বিভিন্ন প্রশিক্ষণের নামে বিভিন্ন আওয়ামী লীগ নেতা এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের পুনর্বাসন করার প্রক্রিয়া চলমান রেখেছেন। বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে তিনি জড়িত রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তিনি সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। অবিলম্বে তার অপসারণ চাই।
বিডি প্রতিদিন/কেএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        