নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির উঠানের বালতির পানিতে ডুবে তানভীর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধায় উপজেলার দাউদপুর ইউনিয়নের আশুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু তানভীরের বাবা মো. কিরণ আহমেদ জানান, বিকেলে বাড়ির উঠানে খেলছিলো তানভীর। কোনো এক সময় উঠানের এক কোণে রাখে পানি ভর্তি বালতিতে সে পড়ে যায়। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশপাশে খোজাঁখুজি করলে বালতিতে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/নাজিম