জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ‘রিমেম্বারিং দ্য রেড জুলাই’ ইনডিপেনডেন্ট ২.০ বিজয় র্যালি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
আজ সোমবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এই বিজয় র্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সালমা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় জুলাই বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এছাড়াও জুলাই বিপ্লবে হাজারো কোমলমতি শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা ‘দ্বিতীয় স্বাধীনতা’কে সমুন্নত রাখার আহ্বান জানান উপাচার্য।
বিডি প্রতিদিন/জামশেদ