লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
এর আগে গত ৬ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন (৬৫) ওই এলাকার মৃত হেলাল মিয়া স্ত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী এলাকার আমেনা খাতুন নিজ বাড়ির চুলায় আগুন পোহাতে গিয়ে তার কাপড়ে আগুন লাগে সে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার খিতিশ খালকো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। তার শরীরের ৮০ ভাগ অংশ পুড়ে গেছে। তাকে রেফার করা হয়েছিল রংপুরে। পরিবারের কেউ না থাকায় তাকে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল