শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
গত এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে ৬ জন নারী দগ্ধ হয়ে রমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, হাসপাতালের বার্ন ইউনিটে ১৪টি শয্যা রয়েছে। কিন্তু বিভিন্ন ভাবে আগুনে পোড়া রোগী রয়েছেন ৪৬ জন। তাদের অন্যান্য ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে গত এক সপ্তাহে শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিয়ে গিয়ে দগ্ধ হয়ে ৬ নারী ভর্তি হয়েছে।
মঙ্গলবার সকালে জফুলা বেগম নামে ৯০ বছরের এক বৃদ্ধা নারী ভর্তি হয়েছেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। খড়কুটা দিয়ে আগুনের উত্তাপ নিতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনদিন আগে নীলফামারীর পলাশী এলাকা থেকে সালমা বেগম নামে এক নারী ভর্তি হয়েছেন। প্রতিদিনই এ ধরনের দগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে।
রমেক হাসপাতালেন বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ বলেন, 'প্রতিবছরই আগুন পোহাতে গিয়ে দগ্ধ এবং নিহতের সংখ্যা বাড়ছে। এজন্য জনগণের সচেতনতা প্রয়োজন। আমরা সব সময়ই পরামর্শ দিচ্ছি শীতের হাত থেকে বাঁচতে যাতে কেউ খড় কুটা জ্বালিয়ে আগুন না পোহায়।'
বিডি প্রতিদিন/এমএস