পটুয়াখালীর কলাপাড়ায় তথ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষানীরা অংশগ্রহন করেন। কেঁচো সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে ধরিত্রী প্রকল্প উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর আয়োজন করে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা মহিপুর কারিতাস অফিস সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান। এসময় উপজেলা সিপিপি সহকারী পরিচালক আছাদ উজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা সিকোডা’র নির্বাহী পরিচালক মো.মিজানুর রহমান, কালিতাস বাংলাদেশের বরিশাল অঞ্চল ধারিত্রী ও একর্যাব প্রকল্পের জুনিয়ার কর্মসূচী কর্মকর্তা জার্জ বরৈাগী, কলাপাড়া ও তালতলী এল.সি.এম.ও ,আই.ডি.পি.ডি.সি প্রকল্প কর্মকর্তা মংম্যা প্রমুখ। সভায় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় ১০ টি স্টলে কেঁচো সার ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদিত কৃষি পন্য প্রদর্শন করা হয়। পরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এএম