শেরপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেরপুর সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন, জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলার সকল উপজেলা প্রশাসনেও এ দিবসের কর্মসূচি যথাযথভাবে পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ