নেত্রকোনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, নেত্রকোনার পৌরসভার প্রশাসক (ডিডি এলজি) মামুন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, জিপি এডভোকেট মাহফুজুল হক, বীর মুক্তিযোদ্ধা মান্নান তালুকদার, জেলা বিএনপির আ ডাক্তার আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালিসহ অন্যরা।
এর আগে সকালে কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার অনোয়ারুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিডি প্রতিদিন/জামশেদ