মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হুমায়ন কবিরসহ উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল