পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে এক মসজিদ খতিবের বাড়ি থেকে ৪টি গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে দুমকি থানা পুলিশ চোরাই গরুগুলো উদ্ধার করে। বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা চিহ্নিত সুদি কারবারি ও লেডি সন্ত্রাসী হিসেবে পরিচিত পপি হাওলাদার (৩৫) এবং তার বাহিনী ওই গরু লুট করে। এ ব্যাপারে গরুর মালিক ও স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ দুমকি থানায় একটি গরু লুটের লিখিত অভিযোগ করেন।
থানা পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বাউফল উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা মৃত আঃ করিম হাওলাদারের মেয়ে চিহ্নিত সুদি কারবারি পপি আক্তারের নেতৃত্বে ৫/৬ জনের একটি সন্ত্রাসী বাহিনী চরগরবদি গ্রামের আবু সালেহর বাড়িতে আকস্মিক তান্ডব চালিয়ে তার গৃহপালিত বাচ্চাসহ ৪টা গরু জোরপূর্বক ট্রলারে উঠিয়ে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আবু সালেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দুমকি থানায় অভিযুক্তের বিরুদ্ধে গরু লুটের অভিযোগ দায়ের করেছেন। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, লুটকৃত গরু উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ