টাঙ্গাইলে কবি গোপাল কর্মকার সাহিত্য পুরস্কার ও কবি সমাবেশ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ৩য় চক্ষু সংগঠনের আয়োজনে মির্জাপুরের পাকুল্যায় দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইলের কৃতী সন্তান জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব, অধ্যাপক ডা. এম এ সামাদ ও কবি ও কথাসাহিত্যিক রোকেয়া ইসলামকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন দরিদ্র বিমোচন বিভাগের জাতিসংঘের পরিচালক অধ্যাপক ড. সেলিম জাহান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সরকারের অতিরিক্ত সচিব সৈয়দ মো. নূরুল বাসির।
বিডিপ্রতিদিন/কবিরুল