গাইবান্ধায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আহত ছাত্র-জনতার সুচিকিৎসা, পুনর্বাসন এবং সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সাংবাদিক জাভেদ হোসেন, রঞ্জু মিয়া, নয়ন, সাগরসহ ৫০ জন আহত ছাত্র-জনতা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তাদের সুচিকিৎসা কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে বলা হয়, আন্দোলনকারীদের যে প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। দ্রুত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না।
স্মারকলিপিতে দাবি জানানো হয়, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা অবিলম্বে নিশ্চিত করতে হবে এবং তাদের চিকিৎসা ব্যয় সরকারকেই বহন করতে হবে। একইসঙ্গে আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের পরিবারকে উপযুক্ত সহায়তা প্রদান এবং পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে আন্দোলনকারীরা বলেন, আমাদের সহযোদ্ধারা জীবনবাজি রেখে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছিলেন। কিন্তু তারা আজও অবহেলিত। এই অবহেলা বৈষম্যকেই আরও তীব্র করবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ