মুন্সিগঞ্জ সদর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সদর উপজেলার আধারা ইউনিয়নের মিনা বাজার এলাকায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলার অন্যতম প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী।
সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ড. মুহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম দেওয়ান, মুন্সিগঞ্জ সদর উপজেলার উপদেষ্টা মো. নুরুল আমিন সিকদার, দৈনিক সংগ্রামের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মো. মমিন বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আধারা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস সামাদ এবং মাওলানা মোহাম্মদ হোসাইন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল