চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজের ৭ শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণসহ দেশের বিভিন্ন প্রান্তে নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।
আজ রবিবার দুপুরে মুন্সিগঞ্জের হাটলক্ষীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতীরে এই কর্মসূচি হয়। এ সময় অপরাধীদের নৌ-সন্ত্রাসী আখ্যা দিয়ে ব্যবস্থা না নেয়া হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনকারীরা বলেন, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চাঁদাবাজি ও ডাকাতি ঘটছে। এছাড়াও নৌযান শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে দাবি তাদের।
কর্মসূচিতে কেন্দ্রীয় নৌযান ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদারসহ জেলা সভাপতি তাইজুল ইসলাম বাদশা, ড্রেজার মালিক সমিতির সভাপতি মো. ইউনুস আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ